Friday, January 9, 2026
spot_img
10.4 C
West Bengal

Latest Update

Abhishek Banerjee

Abhishek Banerjee | চা শ্রমিকদের মজুরি বাড়বে? আলিপুরদুয়ারে বড় ঘোষণা অভিষেকের

Follow us on :

ওয়েব ডেস্ক: আলিপুরদুয়ারের চা বলয় থেকে ফের একবার বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আলিপুরদুয়ার বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। এবার সেখান থেকেই বিজেপিকে উপড়ে ফেলার ডাক দিলেন অভিষেক। আর এই সভা থেকেই চা শ্রমিকদের দৈনিক মজুরি নিয়ে তিনি বলেন, ”আমি কথা দিচ্ছি, চতুর্থবার দিদির সরকার হলে আমার প্রথম দৃষ্টি থাকবে আলিপুরদুয়ার। কমপক্ষে চা বাগানে ৩০০ টাকা দৈনিক মজুরি করার চেষ্টা করব।” শুধু তাই নয়, এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকেও আক্রমণ করেন ডায়মন্ড হারবারের সাংসদ।

এদিন আলিপুরদুয়ারের সভা থেকে এসআইআর-সহ একাধিক ইস্যুতে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “চা বাগান অধিগ্রহণের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজ্ঞপ্তি দিয়েও পরে বাতিল করেন। আমরা মিথ্যে বলি না। কথা দিলে কথা রাখি। বিজেপির মতো মিথ্যে প্রতিশ্রুতি দেয় না কেন্দ্র।” এই বিষয়ে বিজেপি সাংসদকেও আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “মনোজ টিগ্গাকে কখনও আন্দোলন করতে দেখেছেন? একটাও চিঠি লিখেছিলেন? সংসদে প্রশ্ন করতে দেখেছেন? বিজেপি সাংসদ ও কালসাপ দু’টোই এক।”

এসআইআর প্রসঙ্গে অভিষেক ফের একবার নির্বাচন কমিশনকেও একহাত নেন। তিনি বলেন, “এসআইআরের নামে বিজেপি সকলকে হয়রানি করে চলেছে। মোদি সরকার কাকে ভোট দেবে সেটাও স্থির করে দিচ্ছে। এসআইআর নিয়ে হয়রানির শিকার হচ্ছেন প্রবীণরা। বাংলা বলেই এত অত্যাচার করা হয়েছে। জীবিতদের ভুত বানিয়ে দিয়েছে। নোটবন্দির সময়ও বিজেপি একইভাবে সকলকে হয়রানি করা হয়েছিল। এরা মানুষকে সুরক্ষা দিতে পারে না। যদি এবার একে না উপড়ে ফেলা হয় তাহলে গোটা দেশের বিপদ। বাংলার মানুষের কারণেই এখানে বিজেপি বছর বছর হারছে। বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূল।”

Entertainment