Thursday, January 22, 2026
spot_img
14.4 C
West Bengal

Latest Update

Abhishek Banerjee

Abhishek Banerjee | বাঙালি কী, জ্ঞানেশ কুমারকে বুঝিয়ে দিয়ে এসেছি, এর পর মমতা যাবেন

Follow us on :

ওয়েব ডেস্ক: বারুইপুরের সভামঞ্চ থেকে দিল্লির নির্বাচন কমিশনের দফতরে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নির্বাচন কমিশনের আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর বাদানুবাদের কথা উল্লেখ করে অভিষেক বলেন, “আমার সঙ্গে আঙুল তুলে কথা বলছিলেন জ্ঞানেশ কুমার। বাঙালি কী, দিল্লিতে গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছি। এর পর মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন।”

এসআইআর (Special Intensive Revision) নিয়ে তৈরি আতঙ্কের আবহে গত কয়েক সপ্তাহে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সব ভোটার ও বিএলও-র মৃত্যুর খবর সামনে এসেছে, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান অভিষেক। একই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।

অর্থনৈতিক প্রসঙ্গ টেনে অভিষেকের দাবি, গত সাত বছরে বাংলা থেকে ৬ লক্ষ ৫০ হাজার কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে বিজেপি। মঞ্চে সেই পরিসংখ্যানও তুলে ধরেন তিনি। অভিযোগ করেন, হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বিজেপি সরকার ১০০ দিনের কাজের প্রকল্প চালু করেনি। গরিব মানুষের আবাস যোজনার টাকাও রাজ্যে দেওয়া হয়নি বলে দাবি তাঁর।

মহারাষ্ট্রে গিয়ে বাংলায় কথা বলার ‘অপরাধে’ গ্রেফতার ও হেনস্থার শিকার হয়েছেন বালুরঘাটের এক বাসিন্দা বিজেপির বুথ সভাপতি— এমন অভিযোগও তোলেন অভিষেক। তাঁর দাবি, ওই ঘটনার পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটি ফোন করেও সাহায্য করেননি। তৃণমূল কংগ্রেসই লড়াই করে ওই বুথ সভাপতিকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়েছে বলে জানান তিনি।

এই প্রসঙ্গে অভিষেকের কটাক্ষ, “নিজেদের বুথ সভাপতিকে যে বিজেপি রক্ষা করতে পারে না, তারা বাংলার মানুষকে কীভাবে রক্ষা করবে? এরা শুধু কাড়তে জানে, দিতে জানে না।”

Entertainment