Friday, March 14, 2025
spot_img
34.4 C
West Bengal

Latest Update

Sreelekha Mitra

গরমে নিজেকে কীভাবে ‘কুল’ রাখছেন শ্রীলেখা? দেখুন ভিডিও

প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা মানুষের

Follow us on :

কলকাতা: তাপপ্রবাহ চলছে। প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা মানুষের। আর এই গরমে নিজেকে কীভাবে কুল রাখছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)? না, কোনও ইন্টারভিউ নয়। তাঁর ইন্সটা হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন শ্রীলেখা। সেখানে মজা করে ক্যাপশন লিখেছেন, “কিনেছিলাম কাদের জন্য আর ব্যবহার করছে কে…”।

আসলে চারপেয়ে সন্তানদের কষ্ট লাঘব করতে তাঁদের জন্য একটি পোর্টেবল সুইমিং পুল কিনেছিলেন শ্রীলেখা। সুবিশাল অ্যামার্টমেন্টে শ্রীলেখার গাছে ঘেরা বারান্দায় সেই সুইমিং পুল রেখে পোষ্যদের স্নান করানোর পরিকল্পনা করেছিলেন তিনি। আর সেই পোষ্যদের জন্য কেনা পোর্টেবল সুইমিং পুলে তিনি নিজেই নেমে পড়েছেন স্নান করতে। সেই ভিডিওই তিনি পোস্ট করেছেন। দেখুন সেই ভিডিও-

Entertainment