Friday, March 14, 2025
spot_img
22.2 C
West Bengal

Latest Update

Ind vs NZ

Ind vs NZ | প্রথম টেস্টে হারের পরই ভারতীয় দলে অলরাউন্ডারের এন্ট্রি

Follow us on :

স্পোর্টস ডেস্ক: ৩৬ বছর পর ভারতের মাটিতে কোনও টেস্ট ম্যাচ জিতল নিউজিল্যান্ড (Ind vs NZ)। প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩৫৬ রানের লিড টপকে ১০৬ রানের লিড নিউজিল্যান্ডকে দিয়েছিল ভারত। কিন্তু অল্প রানে লড়াই করা সম্ভব ছিল না। যেটা হওয়ার সেটাই হল। ভারতকে ৮ উইকেটে হারাল কিউইয়া। ভারতের হয়ে দুটি উইকেটই নেন জসপ্রীত বুমরা।

তবে প্রথম টেস্টে হারের পরই বাকি দুটি টেস্টের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। আর শেষ দুটি টেস্টে দলে নেওয়া অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। প্রথম টেস্টে যে ১৫ জনের দল ছিল, সেই দলের সঙ্গে শুধু যোগ হয়েছেন ওয়াশিংটন। অর্থাৎ দ্বিতীয় টেস্টের জন্য ১৬ জনের দল স্কোয়াড ভারতের। চোট পাওয়ার জন্য দ্বিতীয় ইনিংসে কিপিং করেননি ঋষভ পন্থ। কিন্তু তাঁকে টিমে রাখা হয়েছে। যা দেখে ভারতীয় সমর্থকরা খুশি। এমনকী শুভমন গিলকেও দলে রাখা হয়েছে।

এবার পুনে এবং মুম্বই টেস্টের জন্য ভারতীয় দল একনজরে দেখে নেওয়া যাক- রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ এবং ওয়াশিংটন সুন্দর।

Entertainment