ওয়েব ডেস্ক: মহাকাশে আটকে থাকা ভারতীয় বংশোদ্ভূত নভোচর সুনীতা উইলিয়ামসের (Sunita Williams) স্বাস্থ্যের অবনতি দেখে জল্পনা তৈরি হয়েছিল, তা হলে কি ভাল নেই সুনীতা? তবে সেই সব জল্পনার অবসান ঘটেছে। মহাকাশ থেকেই সুনীতা বার্তা দিয়েছেন, তিনি ভাল আছেন, সুস্থ এবং স্বাভাবিক আছেন। চিন্তার কোনও কারণ নেই।
কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, সুনীতা যদি সুস্থই থাকেন, তা হলে তাঁর শরীরের এই অবস্থা কেন?
সুনীতাই জানিয়েছেন, মহাকাশে প্রায় ১৫০ দিন পার করে ফেলেছেন। দীর্ঘ দিন মহাকাশে থাকার ফলে শরীরে তরল পদার্থ সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন হয়েছে। আর এই কারণে চেহারার এমন বদল ঘটেছে।
সুনীতার সংযোজন, তিনি একদম সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। চিন্তার কোনও কারণ নেই। প্রকাশ্যে আসা ছবি প্রসঙ্গে বলেন, “মহাকাশে শরীরের তুলনায় আমাদের মাথা অনেক বড় দেখতে লাগে। কারণ, আমাদের শরীরের মধ্যে যে সব তরল পদার্থ থাকে তা সমান ভাবে বইতে পারে না। মস্তিষ্কে জমা হয়। তরল সংক্রান্ত কিছু পরিবর্তনের কারণেই ছবিতে অন্য রকম দেখতে লাগছিল আমায়।”
মঙ্গলবার নিউ ইংল্যান্ড স্পোর্টস নেটওয়ার্ক ক্লাবহাউস কিডস শোয়ের সঙ্গে কথা বলার সময় সুনীতা এই ব্যাখ্যা দিয়েছেন।