Thursday, September 11, 2025
spot_img
33.8 C
West Bengal

Latest Update

Amitabh Bachchan

Amitabh Bachchan | বাড়ি নিলাম করতে হয়েছিল অমিতাভকে!

Follow us on :

ওয়েব ডেস্ক: সম্প্রতি এক সাক্ষাৎকারে রজনীকান্ত অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) প্রতি তাঁর শ্রদ্ধার কথা জানিয়েছেন। সে কথা বলতে গিয়েই ‘থালাইভা’ বলেন, “একটি ছবি প্রযোজনা করতে গিয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছিলেন অমিতাভ। নিরাপত্তারক্ষীকে বেতন দেওয়ার মতো ক্ষমতাও ছিল না। নিলাম হয়ে যায় তাঁর জুহুর বাংলো। সকলে যখন ভাবছেন সব শেষ, ঠিক তখনই তিন বছরের মধ্যে ঘুরে দাঁড়ালেন অমিতাভ। কেবিসি-র দৌলতে তিনি ফিরে পেলেন অর্থ-প্রতিপত্তি। তিনটি বাড়ি কিনলেন। জুহুতে যেখানে বাড়ি বিক্রি হয়ে গিয়েছিল, সেই রাস্তায়ই ফের বাড়ি করলেন।”

রজনীকান্ত মনে করেন, অমিতাভ নিজেই অনুপ্রেরণা। ৮২ বছর বয়সেও তিনি ১০ ঘণ্টা কাজ করতে পারেন। পাশাপাশি তাঁর জীবনের লড়াইও যে কোনও মানুষকে অনুপ্রেরণা জোগাতে পারে।

Entertainment