Friday, July 11, 2025
spot_img
29.4 C
West Bengal

Latest Update

Zariyaa

Zariyaa | না ঘুমানো শহরের প্রেমের কথা বলবে ‘জরিয়া’

Follow us on :

ওয়েব ডেস্ক: শহর কলকাতা গানের শহর, স্মৃতির শহর। আর এই শহরকে নিয়েই গল্প তৈরি হয়েছে একের পর এক। যা জন্ম দিয়েছে ‘জরিয়া’কে। আসছে বাংলার নতুন স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘জরিয়া’ (Zariyaa)। মুখ্যভূমিকায় অমৃতা চট্টোপাধ্যায় (Amrita Chattopadhyay), রাজেশ্বর (Rajeswar) ও তপতী মুন্সি (Tapati Munshi)। স্বল্পদৈর্ঘ্যের এই সিনেমাটির প্রযোজনা করেছেন অনিমেষ গঙ্গোপাধ্য়ায় (Animesh Ganguly)। লেখা আর পরিচালনায় সুমন মিত্র।

জরিয়া’র গল্প কীরকম?

এই ছবির গল্প মূলত কলকাতাকে নিয়ে। এই ছবির গল্প শুরু হয় অর্জুনকে নিয়ে। অর্জুন রেডিও জকির কাজ করে। সে একটি লেট নাইট শো করে। সেই শো-এর নাম ‘জরিয়া’। এহেন অর্জুনের দেখা হয়ে যায় তুলিকার সঙ্গে। তুলিকা একজন স্বাধীন পরিচালক। কলকাতাকে ক্যামেরার লেন্সে বন্দি করতে চায় সে। একটি ক্যাফেতে অর্জুনের পারফর্মম্যান্স দেখে ভাল লাগে তুলিকার। এরপরেই শুরু হয় তাঁদের প্রেমের গল্প। তাঁদের প্রেমের গল্পে যেমন প্রেম রয়েছে, তেমনই রয়েছে শিল্পের প্রতি প্রেম, আর নিজেকে খোঁজার গল্প। এই গল্প এমন এক শহরের, যে কখনও ঘুমায় না।

এই ছবি নিয়ে কী জানালেন অভিনেতা-অভিনেত্রী?

অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায় বলছেন, “এ এক খুব সুন্দর প্রেমকাহিনি যেখানে কলকাতা শহর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিচালক ও সঙ্গীতশিল্পীর প্রেম, তাতে একটা ছোট্ট টুইস্ট আছে যেটা সিনেমায় দেখলেই ভালো। কলকাতায় শ্যুটিং করতে গিয়ে প্রচণ্ড উপভোগ করেছি শহরটাকে।”

অভিনেতা রাজেশ্বর জানালেন, “আমরা সকলে খুব মন দিয়ে এই ছবিটা তৈরি করেছি। বাংলায় এটা আমার চতুর্থ কাজ। গোটা টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। এই সিনেমাটা মূলত আমাদের প্রাণের শহর কলকাতাকে শ্রদ্ধা জানিয়ে তৈরি। এই শহরের বাতাসে গানের সুর, দারুণ খাবারের গন্ধ, মানুষের আবেগ… সবটাই ধরা হয়েছে এই ছবিতে। সুন্দর সুন্দর লোকেশনে শুট করেছি আমরা। শুধু দুটো মানুষের প্রেম না, এই শহরের প্রতি প্রেমও করছি।”

Entertainment