কলকাতা: বছরের প্রথম দিনেই আরজি কর আন্দোলনের অন্যতম মুখ এবং জুনিয়র ডক্টর্স ফ্রন্টের নেতৃস্থানীয় সদস্য অনিকেত মাহাতো বোর্ড অফ ট্রাস্ট থেকে ইস্তফা দিয়েছেন। বুধবার ট্রাস্টকে লেখা চিঠিতে পদত্যাগের কারণ ব্যাখ্যা করেছেন অনিকেত এবং নিজের সিদ্ধান্তকে ‘বেদনাদায়ক’ বলে উল্লেখ করেছেন।
অনিকেতের চিঠিতে জানা গেছে, জুনিয়র ডক্টর্স ফ্রন্টের এগ্জিকিউটিভ কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে ট্রাস্টের অন্যান্য সদস্যদের সঙ্গে তাঁর তীব্র মতবিরোধ ছিল। তিনি অভিযোগ করেছেন, আইনি পরামর্শ উপেক্ষা করে এবং ট্রাস্টের সঙ্গে সুনির্দিষ্ট সম্পর্ক স্থির না করে কমিটি তৈরি করা হচ্ছে। অনিকেত এই প্রক্রিয়াকে ‘অগণতান্ত্রিক’ বলে অভিহিত করেছেন এবং বলেছে, এটি আন্দোলনের মূল ন্যায্যতার সঙ্গে মেলে না। তিনি বারবার নিজের আপত্তি জানালেও তা উপেক্ষা করা হয়েছে।
আরজি কর হাসপাতাল প্রেক্ষাপটেও অনিকেত পোস্টিং সংক্রান্ত সমস্যার মুখোমুখি ছিলেন। তাঁকে কাঙ্ক্ষিত পোস্টিংয়ের পরিবর্তে দূরে পাঠানো হয়েছিল। এ নিয়ে তিনি আইনি লড়াই শুরু করেন এবং কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের রায়ও তাঁর পক্ষে আসে। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে, অনিকেতকে দু’সপ্তাহের মধ্যে আরজি কর হাসপাতালে কাজে যোগ দিতে হবে। কিন্তু তা সত্ত্বেও তাঁকে কাজে যোগ দিতে দেওয়া হয়নি বলে অনিকেতের অভিযোগ। ইস্তফার চিঠিতেও তিনি সে কথা উল্লেখ করেছেন। মাথা নত না করে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।




