ওয়েব ডেস্ক: কলকাতার ব্যস্ত রাস্তায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পড়লেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti Car Accident)। রবিবার চারু মার্কেট থেকে রাসবিহারীর দিকে যাচ্ছিল তাঁর গাড়ি। সেই সময় আকস্মিকভাবে একটি ভলভো বাস ধাক্কা মারে অভিনেতার গাড়িতে। সংঘর্ষের তীব্রতায় চুরমার হয়ে যায় গাড়ির কাচ।
বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ অনির্বাণ চক্রবর্তী—‘একেন বাবু’ চরিত্রে অভিনয়ের সুবাদে আট থেকে আশির কাছে সমানভাবে জনপ্রিয় এই অভিনেতা। তাঁর গাড়িতে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায় পথচারীদের।
ঘটনার পরই অনির্বাণ স্থানীয় থানায় যোগাযোগ করেন। তাঁর কোনও শারীরিক আঘাত লেগেছে কি না, তা এখনও স্পষ্ট হয়নি। পুলিশ বাসটিকে চিহ্নিত করার চেষ্টা করছে এবং দুর্ঘটনার সম্পূর্ণ কারণ খতিয়ে দেখা হচ্ছে।




