Thursday, January 8, 2026
spot_img
14.1 C
West Bengal

Latest Update

BJP New State Committee

BJP New State Committee | ২৬-এর ভোটের আগে নতুন রাজ্য কমিটি বিজেপির, কে কোন দায়িত্বে?

Follow us on :

কলকাতা: ভোটের মুখে বড় সাংগঠনিক রদবদল। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে বুধবার বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হল। রাজ্য কমিটির পাশাপাশি একযোগে প্রকাশ করা হয়েছে বিভিন্ন মোর্চার সভাপতিদের নামও। মোট সাতটি মোর্চা কমিটির সভাপতির নাম ঘোষণা করেছে রাজ্য বিজেপি (BJP New State Committee)।

আগেই বিজেপির ‘আদি’ নেতা শমীক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তাঁকে কেন্দ্র করেই নতুন কমিটি সাজানো হয়েছে বলে দলীয় সূত্রের দাবি। রাজ্য কমিটিতে ভাইস প্রেসিডেন্ট পদে রাখা হয়েছে মোট ১২ জনকে। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে মনোজ টিগ্গা, বিধায়ক অগ্নিমিত্রা পালকে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়কেও এই পদে রাখা হয়েছে। দলে দীর্ঘদিন ব্রাত্য থাকার অভিযোগ থাকা রাজু বন্দ্যোপাধ্যায়কেও নতুন কমিটিতে জায়গা দেওয়া হয়েছে।

নতুন রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৌমিত্র খাঁও। একই পদে রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো। সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক শংকর ঘোষকে। বিজেপির দাবি, পুরনো ও নতুন নেতৃত্বের সমন্বয় ঘটিয়েই এই কমিটি গঠন করা হয়েছে।

রাজ্য কমিটির ঘোষণার সঙ্গে সঙ্গেই বিভিন্ন মোর্চার সভাপতিদের নামও জানানো হয়েছে। এসটি মোর্চার দায়িত্ব পেয়েছেন সাংসদ খগেন মুর্মু। যুব মোর্চার সভাপতি হয়েছেন ইন্দ্রনীল খাঁ। মহিলা মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে ফাল্গুনী পাত্রকে। সংখ্যালঘু মোর্চার সভাপতি করা হয়েছে আলি হোসেনকে।

তবে নতুন কমিটিতে জায়গা হয়নি প্রিয়াঙ্কা টিবরেওয়াল, বিধায়ক অশোক দিন্দা-সহ কয়েকজন বিধায়কের। বিজেপি সূত্রে খবর, যাঁদের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে, তাঁদের একাংশকে সাংগঠনিক দায়িত্বে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই পরিকল্পনা মেনেই কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হলেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলিও কোমর বেঁধে ময়দানে নামছে। এই আবহেই ঘর গোছানোর পথে হাঁটল বঙ্গ বিজেপি। রাজনৈতিক মহলের মতে, নতুন রাজ্য কমিটি গড়ে দলের অন্দরে তৈরি হওয়া ক্ষোভ ও অসন্তোষ প্রশমিত করারও চেষ্টা করেছে রাজ্য নেতৃত্ব।

Entertainment