Thursday, July 17, 2025
spot_img
32 C
West Bengal

Latest Update

Mohun Bagan Award

Mohun Bagan Award | মোহনবাগান রত্ন টুটু বসু, আর কে কী পুরস্কার পাচ্ছেন?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: বাৎসরিক পুরস্কারের তালিকা প্রকাশ করল মোহনবাগান (Mohun Bagan Award)। এ বছর মোহনবাগানের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাচ্ছেন আপুইয়া (Apuia)। রাজু মুখোপাধ্যায়কে (Raju Mukherjee) দেওয়া হবে জীবনকৃতি সম্মান। দীর্ঘদিন সবুজ-মেরুন জার্সিতে ময়দান কাঁপিয়েছিলেন তিনি। মোহনবাগান রত্ন পাচ্ছেন স্বপনসাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। এই সিদ্ধান্ত অবশ্য কার্যকরী সমিতি আগেই জানিয়ে দিয়েছিল।

মুম্বই সিটি এফসি থেকে আসা মিডফিল্ডার আপুইয়াকে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেবে শতাব্দী প্রাচীন। আগের মরসুমে বাগানের আইএসএল লিগ-শিল্ড এবং আইএসএল ট্রফি জয়ের অন্যতম কারিগর ছিলেন মিজোরামের ফুটবলারটি। মাঝমাঠে দাঁড়িয়ে যেমন রক্ষণ সামলেছেন, পাস বাড়িয়েছেন আবার দূরপাল্লার শটে প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন।

সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পাচ্ছেন দীপেন্দু বিশ্বাস। মরসুমের শুরুতে ডুরান্ড কাপে নজর কেড়েছিলেন তরুণ সেন্টার ব্যাক। আইএসএল-এ টম অলড্রেড কিংবা আলবার্তো রদ্রিগেজের অনুপস্থিতিতে বাগান রক্ষণে ভরসা দিয়েছেন। দীপেন্দুকে তাই আরও বেশি করে খেলিয়েছেন কোচ হোসে মোলিনা (Jose Molina)।

বর্ষসেরা স্ট্রাইকারে পুরস্কার পেতে চলেছেন অস্ট্রেলিয়ার জেমি ম্যাকলারেন (Jamie McLaren)। আগের মরসুমে ১১টি গোল করেছিলেন তিনি। গোল করেছিলেন মহা-গুরুত্বপূর্ণ কলকাতা ডার্বিতেও। মেরিনারদের সেরা সমর্থকের পুরস্কার পাচ্ছেন রিপন মণ্ডল। জামশেদপুরের মাঠে খেলা দেখতে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। সেরা সাংবাদিকের (মরণোত্তর) পুরস্কার দেওয়া হচ্ছে মানস ভট্টাচার্য এবং অরুণ সেনগুপ্তকে।

এক নজরে মোহনবাগানের সমস্ত পুরস্কার:

মোহনবাগান রত্ন: টুটু বোস

সেরা উদীয়মান ফুটবলার: দীপেন্দু বিশ্বাস

সেরা ফরোয়ার্ড: জেমি ম্যাকলারেন

সেরা ফুটবলার: আপুইয়া

জীবনকৃতি: রাজু মুখোপাধ্যায়

সেরা ক্রীড়া সাংবাদিক: অরুণ সেনগুপ্ত, মানস চক্রবর্তী (মরণোত্তর)

সেরা সমর্থক: রিপন মণ্ডল

সেরা ক্রীড়া সংগঠক: অমল কুমার মৈত্র (অ্যাথলেটিক্স ফেডারেশনের সচিব)

সেরা রেফারি: মিলন দত্ত

সেরা অ্যাথলিট: অর্চিতা বন্দ্যোপাধ্যায়

সেরা হকি খেলোয়াড়: অর্জুন শর্মা

সেরা ক্রিকেটার: রণজ্যোৎ সিং খায়রা

Entertainment