ওয়েব ডেস্ক: আজ শুক্রবার সাত সকালে হঠাৎই রটে যায় প্রয়াত হয়েছেন (Death news) কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে (Legendary Singer Asha Bhosle)। এই ভুয়া খবরে বিনোদন দুনিয়ায় আলোড়ন তৈরি হয়। অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করতে শুরু করেন।
আচমকা সাতসকালে এই গুজবে চটে যান সঙ্গীতশিল্পীর ছেলে আনন্দ (Son Ananda)। জানা যাচ্ছে এই জল্পনার সূত্রপাত হয় একটি ফেসবুক পোস্টকে ঘিরে। সোশ্যাল মিডিয়ায় শাবানা শেখ নামের এক ব্যক্তির খোঁজ ফিরে এই জল্পনার সূত্রপাত হয়। যেখানে লেখা হয় ‘স্বনামধন্য গায়িকা আশা ভোঁসলের মৃত্যু হয়েছে’।
৯১ বছরের বর্ষীয়ান এই লেজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুর খবরের চর্চার মাঝে আসল সত্যিটা জানিয়েছেন আশা-পুত্র আনন্দ ভোঁসলে(Asha son Ananda Bhosle)। খুব স্বাভাবিক কারণেই মায়ের মৃত্যুর এই ভুয়ো খবরে রেগে গিয়েছেন আনন্দ। তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন’।
আশা ভোঁসলের মৃত্যুর ভুয়ো খবরের গুঞ্জন যতই রটতে থাকে ততই ফোনের পর ফোন পেতে থাকেন আশা-পুত্র। আর তারপরেই আনন্দ বসলে নিজেই মুখ খুলতে বাধ্য হন। তিনি জানান, ‘সর্বৈব মিথ্যে খবর। একেবারে ভিত্তিহীন’।
প্রসঙ্গত, অত্যন্ত জনপ্রিয় সংগীতশিল্পী তথা আশা ভোঁসলের দিদি কিন্নরকন্ঠী লতা মঙ্গেশকরের(Lata Mangeshkar) মৃত্যু হয়েছিল ২০২২ সালে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।