Sunday, January 25, 2026
spot_img
17.4 C
West Bengal

Latest Update

BCCI

BCCI | বিশেষ আংটি পেলেন রোহিতের T-20 বিশ্বকাপজয়ীরা

Follow us on :

স্পোর্টস ডেস্ক: গত বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই দলের প্রত্যেক সদস্য এবং সাপোর্ট স্টাফকে বিশেষ আংটি দিল বিসিসিআই (BCCI) । গত ১ ফেব্রুয়ারি মুম্বইয়ের এক অনুষ্ঠানে ক্রিকেটারদের হাতে সেই আংটি তুলে দেওয়া হয়েছে। তবে তা প্রকাশ্যে এসেছে শুক্রবার। বোর্ডই একটি ভিডিয়ো পোস্ট করে আংটি দেওয়ার কথা জানিয়েছে।

কিন্তু সেই আংটির বিশেষত্ব কী?

প্রত্যেকটি আংটির উপরে রয়েছে অশোকচক্র। ক্রিকেটারদের নামও খোদাই করা রয়েছে। আংটি তৈরি হয়েছে সোনা এবং হিরে দিয়ে। আকর্ষণীয় নকশা রয়েছে গোটা আংটিতেই। উপরে ‘ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স’ শব্দ দু’টি খোদাই করা রয়েছে।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন দলকে আংটি দেওয়ার রীতি রয়েছে আমেরিকায়। দীর্ঘ দিন ধরেই এই প্রথা চলে আসছে। বাস্কেটবল প্রতিযোগিতায় বিজয়ীদের আংটি দেওয়া হচ্ছে ১৯৪৭ সাল থেকে। আমেরিকার ফুটবল লিগে ‘সুপার বোল’ যে দল জেতে তাদের সদস্যদের আংটি উপহার দেওয়া হয়।

Entertainment