Wednesday, June 18, 2025
spot_img
27.6 C
West Bengal

Latest Update

Atishi Marlena

Atishi Marlena | জয়ী দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা

Follow us on :

নয়াদিল্লি: কালকাজি আসনে জয়ী দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। তবে হেরে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লি বিধানসভা নির্বাচনে নয়াদিল্লি আসনে দাঁড়িয়েছিলেন আম আদমি পার্টির কনভেনর তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিজেপি-র পরভেশ বর্মার কাছে হার স্বীকার করলেন তিনি।

অন্যদিকে কী অবস্থা একনজরে দেখে নেওয়া যাক-

দিল্লির শকুর বস্তী কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন আপ নেতা সত্যেন্দ্র জৈন। বিজেপির কর্নেল সিংহ ওই কেন্দ্রে জিতে গিয়েছেন।

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত নয়াদিল্লি কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন। তিনিও পরাজিত।

জংপুরা কেন্দ্র থেকে মণীশ সিসৌদিয়া পরাজিত হয়েছেন। হার স্বীকার করে নিয়েছেন তিনি। বিজেপির জয়ী প্রার্থী তরবিন্দর সিংহের সঙ্গে তাঁর প্রাপ্ত ভোটের ব্যবধান ৬০০-র কাছাকাছি।

Entertainment