Sunday, April 27, 2025
spot_img
29.3 C
West Bengal

Latest Update

BCCI plan to pay homage

পহেলগাঁও হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, কী সিদ্ধান্ত নিল BCCI?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা করেছে জঙ্গিরা। সেই হামলায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের তিন বাসিন্দা রয়েছেন। এই হামলার প্রভাব পড়েছে আইপিএলেও। জঙ্গি হামলার নিন্দা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বুধবার আইপিএলের ম্যাচে তিনটি সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। কী কী সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড?

কালো আর্মব্যান্ড: এদিনের ম্যাচে হায়দরাবাদ এবং মুম্বইয়ের ক্রিকেটাররা সবাইক কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। মাঠের দুই আম্পায়ারের হাতেও কালো আর্মব্যান্ড থাকবে। ম্যাচ শুরুর সময় এক মিনিটের নীরবতা পালন হবে।

নেই চিয়ারলিডার: আইপিএলের সবথেকে পরিচিত দৃশ্য হল চার-ছয় কিংবা উইকেট পড়লে স্ট্যান্ডে চিয়ারলিডারদের নাচ। প্রত্যেক দলের নিজস্ব চিয়ারলিডারদের দল থাকে। বুধবারের ম্যাচে থাকবে না চিয়ারলিডাররা।

বন্ধ বাজি ও আলো: আইপিএল মানেই বিনোদন। দর্শকদের মনোরঞ্জন করতে আয়োজক সংস্থা ম্যাচের আগে, পরে এবং বিশেষ ঘটনায় আতসবাজির প্রদর্শনী করে। এছাড়াও চলে লেজার শো। কিন্তু পহেলগাঁওয়ের ঘটনার জেরে হায়দরাবাদ-মুম্বই ম্যাচে এসব হবে না।

Entertainment