স্পোর্টস ডেস্ক: বুধবার ম্যাঞ্চেস্টার টেস্টের (Manchester Test) প্রথম দিনে ডান পায়ের পাতায় বড় চোট পেয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। পায়ের পাতা ফুলে ঢোল হয়ে যায়, যন্ত্রণা এতটাই হচ্ছিল যে মেডিক্যাল স্টাফদের কাঁধে ভর দিয়েও হাঁটতে পারেননি। কার্টে চেপে যন্ত্রণাকাতর মুখ নিয়ে মাঠ ছাড়তে হয় ভারতের তারকা উইকেটকিপারকে। বুধবার রাতের দিকেই পন্থের চোট নিয়ে বিবৃতি দিয়েছে বিসিসিআই (BCCI)। তারা জানিয়েছে, পন্থকে হাসপাতালে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছে। বোর্ডের মেডিক্যাল টিম নজর রাখছে।
বুধবার নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ব্যাটিং করছিলেন পন্থ। একটি ছয় দুটি চার সহ ৭৭ স্ট্রাইকে রেটে এগোচ্ছিলেন। ক্রিস ওকসের ফুল লেন্থ, বলা ভালো ইয়র্কার লেন্থের বল রিভার্স সুইপ করতে গিয়ে পায়ের পাতায় খেলেন। ভাগ্য ভালো ব্যাটে-বলে সামান্য ছোঁয়া লেগেছিল। এক তো তারজন্য এলবিডব্লুর আবেদন খারিজ হয়, সেই সঙ্গে চোটের প্রাবল্য একটু হলেও কম হয়েছে। এই টেস্টে পন্থ যদি ফিরতে পারেন তা হলে ওই ব্যাটে লাগাটাই কারণ হবে।
বুধবার টেস্ট কেরিয়ারের প্রথম অর্ধশতরান করেছেন সাই সুদর্শন (Sai Sudarshan)। সাংবাদিক সম্মেলনে এসে তাঁকেও পন্থের চোট নিয়ে কথা বলতে হয়। সুদর্শন বলেন, “তিনি (পন্থ) খুবই যন্ত্রণা পাচ্ছিলেন এবং এখন হাসপাতালে স্ক্যান করাচ্ছেন। খুব শিগগিরই আমরা আপডেট জানব। তিনি যদি ফিরতে না পারেন তাহলে অবশ্যই সেটা বড় ধাক্কা, তবে অন্য ব্যাটাররাও তাদের কাজটা করতে তৈরি।”
প্রসঙ্গত, টসে হেরে ব্যাটিং করতে নেমে প্রথম দিনটা ভালোই খেলছিল ভারত। পন্থের চোট এবং সুদর্শনের উইকেট চলে যাওয়া কিছুটা ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে শুভমন গিলের (Shubman Gill) দলকে। ভারত প্রথম দিন শেষ করেছে চার উইকেট হারিয়ে ২৬৪ রানে। তবে এটা পাঁচ উইকেট ধরা যেতে পারে, কারণ এই ইনিংসে পন্থের ব্যাটিংয়ে ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে।