ওয়েব ডেস্ক: ওটিটি মাধ্যমে অভিষেক হচ্ছে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu)। অয়ন চক্রবর্তী পরিচালিত ‘কালরাত্রি’ ওয়েব সিরিজ়ে দর্শক দেখবেন তাঁকে। প্রকাশ্যে সিরিজ়ের চরিত্রদের ফার্স্ট লুক।
সিরিজ়ের যে ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে, সেখানে সৌমিতৃষাকে কনের সাজে দেখা যাচ্ছে। তবে তাঁর চোখে হতাশা এবং উৎকণ্ঠা স্পষ্ট। কাহিনি অনুসারে বিয়ের দিনেই বান্ধবীর ভবিষ্যদ্বাণী শুনে হতবাক হয় দেবী। সে জানতে পারে তাঁর হবু স্বামীর রহস্যময় মৃত্যুর সম্ভাবনা রয়েছে। উৎসবের আবহ পূর্ণ হয় অজানা ভয়ে। ধীরে ধীরে রহস্য আরও ঘনিয়ে ওঠে। তার সঙ্গে কী ভাবে মোকাবিলা করবে দেবী, তার উত্তর দেবে এই সিরিজ।
সিরিজের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রাশিস রায়, রাজদীপ গুপ্ত, রূপঞ্জনা মিত্র, সৈরীতি বন্দোপাধ্যায়, অনুজয় চট্টোপাধ্যায় প্রমুখ।