Thursday, January 22, 2026
spot_img
14.4 C
West Bengal

Latest Update

Bird Flu

Bird Flu | ফের বার্ড ফ্লু’র প্রকোপ, একাধিক রাজ্যে জারি সতর্কতা

Follow us on :

ওয়েব ডেস্ক: শীতের দাপট বাড়ার সঙ্গে সঙ্গেই দেশে ফের বার্ড ফ্লু’র প্রকোপের খবর মিলছে। তামিলনাড়ু ও কেরলের একাধিক জেলায় বার্ড ফ্লু (Bird Flu) ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় দুই রাজ্যেই কৃষক ও পোলট্রি ফার্মগুলিকে সতর্ক করেছে প্রশাসন।

সূত্রের খবর, গত কয়েক দিনে কেরলের আলাপ্পুজা ও কোট্টায়াম জেলায় বহু মুরগির শরীরে H5N1 আভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে তামিলনাড়ুর একাধিক জেলাতেও। বিশেষ করে নামাক্কাল জেলায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। উল্লেখ্য, নামাক্কাল জেলাই দেশের মধ্যে ডিম উৎপাদনে শীর্ষে। শুধু এই জেলাতেই রয়েছে প্রায় ১৫০০টি পোলট্রি ফার্ম, যেখানে প্রতিদিন কয়েক লক্ষ ডিম উৎপাদিত হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কেরলের আলাপ্পুজা ও কোট্টায়াম এবং তামিলনাড়ুর নামাক্কাল—এই তিন জেলায় সতর্কতা জারি করা হয়েছে। পোলট্রি ফার্মগুলিতে নিয়মিত মুরগির স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলার কৃষকদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বার্ড ফ্লু’র বড় সমস্যা হল এর দ্রুত সংক্রমণ ক্ষমতা। মূলত হাঁস-মুরগি এই রোগে আক্রান্ত হলেও গবাদি পশু, পরিযায়ী পাখি ও বন্য পাখির মধ্যেও সংক্রমণ ছড়াতে পারে। এমনকি মানুষও H5N1 আভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। মানুষের ক্ষেত্রে জ্বর, চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা যেতে পারে, যদিও কিছু ক্ষেত্রে শুরু থেকেই অসুস্থতা গুরুতর আকার নিতে পারে। সাম্প্রতিক সময়ে গবাদি পশু থেকেও সংক্রমণ ছড়ানোর নজির মিলেছে।

এই পরিস্থিতিতে পাখি ও গবাদি পশুপালকদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে পশুপাখির মলমূত্র পরিষ্কার করার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

প্রতিবছরই শীতের সময় বার্ড ফ্লু’র প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। তবে চলতি বছরে এখনও পর্যন্ত পরিস্থিতি ভয়াবহ আকার নেয়নি এবং সংক্রমণ কয়েকটি জেলার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবুও প্রশাসনের তরফে জানানো হয়েছে, দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই আগাম সতর্কতাই এখন সবচেয়ে বড় হাতিয়ার।

Entertainment