কলকাতা: ২০১৮ সালে শেষ বার এক টাকা বাসভাড়া বেড়েছিল। তার পর থেকে আর বেসরকারি বাসের ভাড়া বাড়েনি। তাই এক প্রকার বাধ্য হয়েই বার বার পরিবহণ দফতরের কাছে বাসভাড়া বাড়ানোর দাবি জানাল বাস মালিক সংগঠন। আর ভাড়া বাড়ানোর দাবি তুলে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও সচিব সৌমিত্র মোহনকে চিঠি দিল বাস মালিকদের সংগঠন সিটি সাবার্বান বাস সার্ভিসেস।
এ ক্ষেত্রে তাঁদের যুক্তি, ২০২০ সালের কোভিড অতিমারির সময় যে লকডাউন হয়েছিল, তাতে বেসরকারি পরিবহণ পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাস চালানোর খরচ। তাই আবারও পরিবহণ দফতরকে চিঠি দিয়ে ভাড়া বাড়ানোর দাবি করেছেন তাঁরা।
তবে এ বার বাস ভাড়া বাড়ানো না হলে, তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক টিটো সাহা।