স্পোর্টস ডেস্ক: নভেম্বরের শেষে শুরু হবে বর্ডার-গাওস্কর ট্রফি। তার আগে ক্যামেরন গ্রিনের (Cameron Green) পক্ষে সম্পূর্ণ ফিট হওয়া সম্ভব হবে না। কারণ, ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে পিঠে চোট পেয়েছিলেন ক্যামেরন গ্রিন।
ক্রিকেট অস্ট্রেলিয়া সূত্রে খবর, বল করার মতো অবস্থা থাকবে না তাঁর। তবে গ্রিনের ব্যাট করতে কোনও সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। সপ্তাহের শেষ দিকে গ্রিনের চোটের পরিস্থিতি নিয়ে সরকারি ভাবে জানাতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দলের প্রাক্তন চিকিৎসক পিটার ব্রুকনার বলেছেন, ‘‘গ্রিনের পিঠে যে ধরনের চোট রয়েছে, তাতে ওর পক্ষে বল করা কঠিন। এমন ক্ষেত্রে তাড়াহুড়ো করা ঠিক নয়। ফিট হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া উচিত। এমআরআই রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া দরকার।’’