ওয়েব ডেস্ক: নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ। এক ধাক্কায় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম (LPG cylinder price)। তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকেই ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে ১১১ টাকা করে। এর ফলে রেস্তরাঁ, হোটেল ও ক্যাটারিং ব্যবসার পাশাপাশি এলপিজি চালিত গাড়ির মালিকদের উপরও চাপ বাড়ল।
বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই বাণিজ্যিক গ্যাসের মূল্য পুনর্নির্ধারণ করা হয়। সেই নিয়ম মেনেই নতুন বছরের প্রথম দিনেই এই মূল্যবৃদ্ধির ঘোষণা। শুক্রবার থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৬৮৪ টাকা থেকে বেড়ে দাঁড়াল ১৭৯৫ টাকায়। দিল্লিতে যেখানে আগে দাম ছিল ১৫৮০.৫০ টাকা, সেখানে এখন তা বেড়ে হয়েছে ১৬৯১.৫০ টাকা। মুম্বইয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে ১৬৪২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়িয়েছে ১৭৩৯.৫০ টাকায়।
তবে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ মাসে নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমানোর ঘোষণা করেছিলেন। এরপর দীর্ঘদিন ধরে গৃহস্থালির গ্যাসের দাম অপরিবর্তিত থাকলেও গত এপ্রিলে কেন্দ্র এক ধাক্কায় ৫০ টাকা দাম বাড়ায়, যার প্রভাব পড়ে মধ্যবিত্ত পরিবারগুলির উপর। তারপর থেকে আর দামে কোনও রদবদল হয়নি। নতুন বছরেও কলকাতায় ১৪.২ কেজির গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম থাকছে ৮৭৯ টাকা।
সাধারণত হোটেল, রেস্তরাঁ এবং ক্যাটারিং পরিষেবায় বাণিজ্যিক গ্যাস ব্যবহৃত হয়। মূল্যবৃদ্ধির বাজারে ফের বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় ব্যবসায়ীদের খরচ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি এলপিজি চালিত গাড়ির মালিকদেরও অতিরিক্ত ব্যয়ের মুখে পড়তে হবে। সব মিলিয়ে এই মূল্যবৃদ্ধির প্রভাব পরোক্ষভাবে সাধারণ মানুষের উপরও পড়বে বলে আশঙ্কা।




