Wednesday, June 18, 2025
spot_img
26 C
West Bengal

Latest Update

Priyanka Gandhi

Priyanka Gandhi | প্রিয়াঙ্কা গান্ধীর সম্পত্তির পরিমান কত?

Follow us on :

ওয়েব ডেস্ক: বুধবার মা সনিয়া গান্ধী, দাদা রাহুল, স্বামী রবার্ট এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গের সঙ্গে ওয়েনাড়ে গিয়ে একটি ‘রোড শো’ করার পরে মনোনয়ন জমা দেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। রাহুলের ছেড়ে দেওয়া ওয়েনাড় কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন হবে। গণনা আগামী ২৩ নভেম্বর।

এবার প্রিয়াঙ্কা গান্ধীর সম্পত্তির পরিমান কত, তা জানতে কৌতূহলের অন্ত নেই। তাই তাঁর সম্পত্তির পরিমান কত, সে বিষয়ে সূত্র মারফৎ তিনি হলফনামায় কি জানিয়েছেন তা একবার দেখে নেওয়া যাক-

প্রিয়াঙ্কার দাখিল করা হলফনামা অনুযায়ী, তাঁর মোট স্থাবর এবং অস্থাবর সম্পত্তির আমুমানিক মূল্য ১২ কোটি টাকা। তাঁর মধ্যে অস্থাবর সম্পত্তি ৪ কোটি ২৪ লক্ষের। তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা অর্থ, পিপিএফ, স্বামী রবার্ট বঢরার উপহার দেওয়া গাড়ি এবং আনুমানিক ১ কোটি ১৫ লক্ষ টাকার সোনার অলঙ্কার রয়েছে এই তালিকায়।

ওয়েনাড়ের কংগ্রেস প্রার্থীর হলফনামা বলছে, তাঁর ৭ কোটি ৭৪ লক্ষ টাকার অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে দিল্লির মেহরৌলি এলাকার পারিবারিক কৃষিজমি এবং ফার্ম হাউসের অংশীদারি। এ ছাড়া হিমাচল প্রদেশের শিমলায় একটি বাড়ি রয়েছে প্রিয়ঙ্কার। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৬৩ লক্ষ টাকা। নির্বাচনী হলফনামায় প্রিয়ঙ্কা জানিয়েছেন তাঁর স্বামী রবার্টের ৩৭ কোটি ৯০ লক্ষ টাকার অস্থাবর এবং ২৭ কোটি ৬৪ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে।

Entertainment