Friday, July 18, 2025
spot_img
31.8 C
West Bengal

Latest Update

Messi

Messi | মেসির বাঁ পায়ের জাদুতে ক্লাব বিশ্বকাপে ঐতিহাসিক জয় মায়ামির

Follow us on :

স্পোর্টস ডেস্ক: এখনও জাদু দেখিয়ে চলেছেন লিওনেল মেসি (Lionel Messi)। ফিফা ক্লাব বিশ্বকাপে (FIFA Club World Cup) তাঁর ‘ট্রেডমার্ক’ ফ্রি-কিকের গোলে পর্তুগালের নামী ক্লাব এফসি পোর্তোকে (FC Porto) হারিয়ে দিল ইন্টার মায়ামি (Inter Miami)। মেসিরা জিতলেন ২-১ গোলে, বলা বাহুল্য আমেরিকার দলটির জন্য এই জয় ঐতিহাসিক। এই প্রথমবার কোনও অফিসিয়াল টুর্নামেন্টে ইউরোপের ক্লাবকে হারাল কনকাকাফ দল।

এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে আল আহলির (Al Ahly) বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল মায়ামি। তা নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল। পরের ম্যাচেই আরও বড় প্রতিপক্ষের বিরুদ্ধে আর্জেন্টাইন মহাতারকা বুঝিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি। বক্সের বাইরে থেকে তাঁর বাঁ-পায়ের ফ্রি-কিক ধনুকের মতো বাঁক নিয়ে গোলে ঢুকে যায়।

ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল পোর্তো। পেনাল্টি থেকে ১-০ করেন স্যামুয়েল আগেহোয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে মায়ামির হয়ে সমতা ফেরান ভেনেজুয়েলার উইঙ্গার তেলাস্কো সেগোভিয়া। গোলের পাসটি বাড়িয়েছিলেন মার্সেলো ওয়েইগান্ট। তবে জয়সূচক গোল করে প্রচারের সমস্ত আলো কেড়ে নেন লিও মেসি।

ম্যাচের পর আর্জেন্টাইন মহাতারকা বলেন, “দারুণ আনন্দ হচ্ছে। এর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, আমরা ভালো খেলেছি। আমি খুব খুশি। প্রথম ম্যাচের পর খারাপ লেগেছিল, আমার মনে হয়েছিল, ওই ম্যাচ জিততে পারতাম আমরা।” নিজের অনবদ্য গোল নিয়ে মেসি বলেন, “গোলকিপার ফাঁকা জায়গা ছেড়ে রেখেছিল, আমি তারই ফায়দা তুলেছি। গোলকিপার এক জায়গায় দাঁড়িয়েছিল, পোস্ট কভার করছিল না, আমি ওখান দিয়ে গোল করার চেষ্টা করেছি।”

এদিন ক্লাব বিশ্বকাপের সবথেকে বড় অঘটন অবশ্য সদ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির হার। তাদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে ব্রাজিলের ক্লাব বোতাফাগো। এদিকে প্রথম ম্যাচে পিএসজির কাছে ৪-০ হারা অ্যাতলেটিকো মাদ্রিদ জয়ে ফিরল। মেজর লিগ সকারের দল সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ হারিয়েছে মাদ্রিদের ক্লাব।

Entertainment