ওয়েব ডেস্ক: মায়ের প্রতি ভালোবাসা নাকি অসুস্থতা? না কি সাইকেলজিক্যাল ডিজঅর্ডার? ভাবছেন তো, কোনও চিকিৎসকের পরামর্শ দেওয়ার মতো এ কোন খবর? না, এটা কোনও খবর। এটা কালচক্র, আরে না না এটা কোনও জ্যোতিষের ভবিষ্যদ্বাণীও নয়- এটি জেডি ইনফোটেকের জয়দীপ সান্যাল প্রযোজিত আপকামিং শর্ট ফিল্ম। যা গল্প বলবে ৪টি মানুষের।
কি বুঝতে অসুবিধা হচ্ছে? আসলে চিরঞ্জিৎ ঘোষালের পরিচালনায় খুব শীঘ্রই মুক্তি পাবে কালচক্র (Kalchakra) শর্ট ফিল্মটি। যার গল্পই শুরু হয়েছে প্রেমের কাহিনি দিয়ে, যা রূপ নেবে ভয়ঙ্কর ভাবে।
চাকরিসূত্রে দুর্নিবার কলকাতায় থাকেন। প্রেমের জালে ফেঁসে যান জোনাকি। তারপর আস্তে আস্তে ঘনিষ্ঠতা। এভাবেই একদিন ঘনিষ্ঠতার অছিলায় এক বাড়িতে উঠলেন দুর্নিবার আর জোনাকি। সেখানে দেখা মিলল মোহনার। মোহনাও দুর্নিবারের শিকার। হ্যাঁ, শিকার। সেও একই ভাবে দুর্নিবারের প্রেমের খেলায় খাঁচা বন্দি হয়েছে। যা এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। কিন্তু কেন ভয়ঙ্কর? কেন দুর্নিবারের খেলা? জানার জন্য আরও কয়েকটা দিন আপনাদের অপেক্ষা করতে হবে। আর এই শর্ট ফিল্ম আপনারা দেখতে পাবেন জেডি ইনফোটেকের ইউটিউব চ্যানেলে।
এই শর্ট ফিল্মে চিত্রনাট্য লিখেছেন শান্তনু বসু। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পার্থ মুখোপাধ্যায়, সানিয়া মণ্ডল এবং মৌলি দাস।