Thursday, January 22, 2026
spot_img
25.3 C
West Bengal

Latest Update

কেন্দ্রের নিষেধাজ্ঞা, তা সত্ত্বেও কাশ্মীরে নামী সাংবাদিক! করছেন কী?

Follow us on :

ওয়েব ডেস্ক: ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে জঙ্গি হানার পর গোটা উপত্যকা নিরাপত্তার চাদরে মুড়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এমনকী সংবাদমাধ্যমের গতিবিধিও নিয়ন্ত্রিত। কেন্দ্র ছাড়পত্র দেওয়ার আগে সেনাবাহিনীর গতিবিধি সংক্রান্ত কোনও তথ্য প্রকাশে কড়া নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে পরোয়া কি করছেন না নামী সাংবাদিক বরখা দত্ত? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে যাতে দাবি করা হচ্ছে, কাশ্মীরের এক স্পর্শকাতর এলাকায় ভিডিও শুট করছেন বরখা। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ওয়ান বাংলা।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবর, লাল চক এলাকায় সেনাবাহিনীর তুমুল নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই ভিডিও করছেন বরখা। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আক্রোশ প্রকাশ করেছে বহু নেটিজেন। কেউ কেউ এও অভিযোগ করছেন, কার্গিল যুদ্ধ এবং ২৬/১১ মুম্বই হামলার সময়েও ভারতীয় সেনার তথ্য ফাঁস করেছিলেন বরখা।
কেউ আবার বলছেন, বরখাকে দোষ দিয়ে লাভ নেই, তিনি তো বিশ্বাসঘাতকতা করতে ভালোবাসেন, সেটাই করছেন। প্রশ্ন করতে হবে তাদের যারা তাঁকে এসব করার সুযোগ করে দিচ্ছে।

প্রসঙ্গত, কাশ্মীরে কেন্দ্রের এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে কোনও আইনি কড়াকড়ি না থাকলেও সমস্ত সংবাদ চ্যানেল এবং রিপোর্টাররা এই নিয়মবিধি অনুসরণ করবেন সেটাই প্রত্যাশিত। সোশ্যাল মিডিয়ায় যে অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে বরখা দত্ত কিংবা তাঁর মিডিয়া টিম এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি।

Entertainment