কলকাতা: ফের নিশানায় বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তাঁর বিবাহিত জীবন নিয়ে একের পর এক আপত্তিকর ও মানহানিকর পোস্ট করা হচ্ছে। এই ঘটনায় বিধাননগর পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার ঘোষ।
বিয়ের পর থেকেই নানা মহলে কটাক্ষের মুখে পড়তে হয়েছে দিলীপ-রিঙ্কু দম্পতিকে। তবে এত দিন সে সব বিষয়ে বিশেষ গুরুত্ব দেননি তাঁরা। সম্প্রতি একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন দু’জনে। কিন্তু অভিযোগ, দু’টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দিলীপ ও তাঁর স্ত্রীর বিবাহিত জীবন নিয়ে অসত্য, কুৎসামূলক এবং মানহানিকর মন্তব্য পোস্ট করা হচ্ছে। রিঙ্কুর দাবি, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তাঁদের ভাবমূর্তি নষ্ট করতে এই প্রচার চালানো হচ্ছে।
এই পরিস্থিতিতে বিধাননগর পুলিশের সাইবার অপরাধ দমন শাখার দ্বারস্থ হন রিঙ্কু মজুমদার ঘোষ। অভিযোগপত্রে তথ্যপ্রযুক্তি আইন ছাড়াও মানহানি, জনসমক্ষে আপত্তিকর মন্তব্য করা এবং পরিচয় গোপন রেখে হুমকি দেওয়ার মতো ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারার উল্লেখ করা হয়েছে।
এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “অনেক দিন ধরেই এই ধরনের কুৎসা চলছে। বেশ কয়েক মাস ধরে আমাদের নিয়ে নানা কথা লেখা হচ্ছে। আমি নিজে খুব একটা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নই, তাই চোখে পড়েনি। কিন্তু আমার স্ত্রীর নজরে এসেছে। তিনি খুব কষ্ট পাচ্ছিলেন। আমাকেও বলেছেন যে, এঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা দরকার। আমিও তাতে সম্মতি দিয়েছি। তাই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।”
দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে কঠোর পদক্ষেপের দাবিও জানিয়েছেন দম্পতি।
উল্লেখ্য, গত বছরের ১৮ এপ্রিল নিউটাউনের বাড়িতে ঘরোয়া ও অনাড়ম্বর অনুষ্ঠানে রিঙ্কু মজুমদর ঘোষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বছর সাতচল্লিশের রিঙ্কুর সঙ্গে বছর ষাটের দিলীপের এই বিয়ের পর থেকেই একাধিক বার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁদের। গত মে মাসে রিঙ্কুর একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুর পরও সমাজমাধ্যমে দিলীপ-রিঙ্কুকে ঘিরে নানা মন্তব্য ছড়িয়ে পড়ে। এ বার সে সবের বিরুদ্ধেই প্রকাশ্যে সরব হলেন রিঙ্কু মজুমদার ঘোষ।




