ওয়েব ডেস্ক: প্রথম সিজন থেকেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছে মির্জাপুর। চলতি বছরে জুলাই মাসে মুক্তি পেয়েছে ‘মির্জাপুর ৩’ (Mirzapur 3)। পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজলের চমক থাকলেও দেখা মেলেনি দিব্যেন্দু শর্মার অর্থাৎ মুন্না ভাইয়ার।
‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু ভাইয়া’র পাশাপাশি দিব্যেন্দুর ‘মুন্না ভাইয়া’ চরিত্রও গুরুত্বপূর্ণ এই গল্পে। তাই তৃতীয় সিজনে মুন্নার অনুপস্থিতি মেনে নিতে পারেননি দর্শকের একাংশ। তাঁদের মতে, গল্পের বুনট খানিক আলগা হয়েছে এই চরিত্রটি না থাকায়। তা ছাড়া, আগের দু’টি সিজনের মতো এই সিজনে পঙ্কজের দৃশ্য খুব বেশি না থাকায় উষ্মা প্রকাশ করেছেন দর্শকদের একাংশ।
বুধবার ওটিটি প্ল্যাটফর্মের তরফে দিব্যেন্দুর একটি ছবি ভাগ করে নেওয়া হয় এক্স হ্যান্ডলে। সেই ছবিতে রাগ রাগ মুখে তাকিয়ে আছে পর্দার ‘মুন্না ভাইয়া’। ছবির ক্যাপশনে লেখা, ‘বিশেষ পর্ব’। এর পরেই উত্তেজনা শুরু হয়েছে দর্শকমহলে। তা হলে কি ফিরে আসছে এই চরিত্র? যদিও এই বিশেষ পর্ব কবে মুক্তি পাবে, তা খোলসা করেনি নির্মাতারা।
View this post on Instagram