Thursday, January 22, 2026
spot_img
14.4 C
West Bengal

Latest Update

Abhishek Banerjee

Abhishek Banerjee | অভিষেকের সঙ্গে ব়্যাম্পে হাঁটা ৩ ‘মৃত’ ভোটারকে নিয়ে জেলাশাসকের রিপোর্ট চাইল কমিশন!

Follow us on :

ওয়েব ডেস্ক: বারুইপুরের জনসভায় র‌্যাম্পে তিন জন ভোটারকে তুলে এনে চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর দাবি ছিল, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) খসড়া তালিকায় ওই তিন জনকে ‘মৃত’ বলে দেখানো হয়েছে। এ বার সেই ঘটনায় সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের তরফে জানানো হয়েছে, ইচ্ছাকৃত ভাবে কোনও ভুল প্রমাণিত হলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

বিধানসভা ভোটকে সামনে রেখে শুক্রবার থেকেই জেলা সফর শুরু করেছেন অভিষেক। সফরের প্রথম দিনেই বারুইপুরে সভা করেন তিনি। সেই সভায় বক্তৃতার মাঝেই র‌্যাম্পে তিন জনকে তুলে এনে তাঁদের সঙ্গে হাঁটতে দেখা যায় ডায়মন্ড হারবারের সাংসদকে। অভিষেক দাবি করেন, ভোটার তালিকার খসড়া তালিকায় ওই তিন জনকেই মৃত হিসেবে দেখানো হয়েছে। ওই তিন ভোটার হলেন মনিরুল মোল্লা, হরেকৃষ্ণ গিরি এবং মায়া দাস। তাঁদের মধ্যে দু’জনের বাড়ি মেটিয়াবুরুজে এবং এক জনের বাড়ি কাকদ্বীপে।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়। অভিষেকের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিষয়টি নিয়ে সক্রিয় হয় নির্বাচন কমিশন। সিইও দফতর সূত্রে জানা গিয়েছে, একই ধরনের অভিযোগ রাজ্যে এখনও পর্যন্ত ১২ থেকে ১৫ জন করেছেন। প্রতিটি ক্ষেত্রেই সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।

কমিশনের তরফে আরও জানানো হয়েছে, বর্তমানে প্রকাশিত ভোটার তালিকা খসড়া মাত্র, তা চূড়ান্ত নয়। তালিকায় কোনও ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। প্রয়োজনে ফর্ম-৬ পূরণ করে নতুন করেও নাম নথিভুক্ত করা যাবে।

Entertainment