কলকাতা: লালগড়ের অভিযান দিয়ে তাঁর কেরিয়ার শুরু৷ সেখানে অনেক কিছু দেখেছেন, শিখেছেনও অনেক৷ সেই অভিজ্ঞতা বইয়ের মাধ্যমে প্রকাশ করেছেন বিধাননগর ডেপুটি কমিশনার আইপিএস অনীশ সরকার৷ পেশাগত লেখক নন, আইপিএস অনীশ সরকারের এই বই লিখতে লেগেছে প্রায় ৫ বছর৷ পুলিশ জীবনে প্রচুর রোমাঞ্চকর ঘটনার সাক্ষী তিনি৷ ফলে তাঁর ঝুলিতে প্রচুর গল্প৷
তবে এ তো গেল পুরনো কথা, এবার তিনি হরিকথা শোনালেন। হ্যাঁ, তিনি আইপিএস এবং তিনি হরিকথাও শোনান। আজ অর্থাৎ রবিবার শোভাবাজার ভাগবত সমিতিতে হরিকথা শোনালেন আইপিএস অনীশ সরকার৷ দেখুন সেই ভিডিও –