কলকাতা: টানা বৃষ্টির রেশ কেটেছে কলকাতায় (Kolkata)। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফের রাজ্যে সক্রিয় হতে চলেছে বর্ষা (Monsoon Update in West Bengal)। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে (Rain Forecast in Kolkata)। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির জেরে জারি হলুদ সতর্কতা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভবনা। মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলার বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝড়ো বাতাস। হাওয়ার গতিবেগ হবে ৩০ থেকে ৪০ কিলোমিটার। এদিন সমুদ্র থাকবে উত্তাল। রবিবার থেকে আগামী পাঁচ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। রবিবার, কলকাতার আকাশ দিনভর মেঘলা থাকবে। দুপুরের পর থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস থাকছে। জলীয় বাষ্পের জেরে আর্দ্রতার অস্বস্তিও থাকবে।