এবার রাউন্ড অফ সিক্সটিন বা শেষ ষোলো। এখান থেকেই নক আউট পর্যায়ের শুরু, অর্থাৎ হারলেই বিদায়। ছ’টি গ্রুপ থেকে সেরা দুটি করে মোট ১২টি, এবং সেরা চার তৃতীয় স্থানাধিকারী দল শেষ ষোলোয় উঠেছে। কেউ কেউ সহজ প্রতিপক্ষ পেয়েছে, আবার কারও সামনে কঠিন লড়াই। যেমন মাত্র পাঁচ পয়েন্ট পেয়েও গ্রুপ শীর্ষে থেকে স্লোভাকিয়াকে পেয়েছে ইংল্যান্ড। একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে ফ্রান্স, তারা শক্তিশালী বেলজিয়ামের মুখোমুখি।
শেষ ষোলোয় বেশ কয়েকটি খেলার উপর নজর থাকবে। যেমন এই ফ্রান্স-বেলজিয়াম ম্যাচ। এছাড়া সুইৎজারল্যান্ড বনাম ইতালি এবং রোমানিয়া বনাম নেদারল্যান্ডস হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা। স্পেন, জার্মানি, পর্তুগাল মোটামুটি সহজ প্রতিপক্ষ পেয়েছে। শনিবার ভারতীয় সময় রাত ৯.৩০-এ সুইৎজারল্যান্ড-ইতালি ম্যাচ দিয়ে নক আউট পর্বের শুরু।