Thursday, January 22, 2026
spot_img
15.6 C
West Bengal

Latest Update

Rohit Sharma

Rohit Sharma | নতুন বছরে ক’টা ম্যাচ খেলবেন রোহিত?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: গত বছরের শুরুটা একেবারেই ভাল যায়নি রোহিত শর্মার (Rohit Sharma)। অস্ট্রেলিয়া সফরে গিয়ে সিডনি টেস্টে নিজেই নিজেকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বছরের অর্ধেক পেরোনোর আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান রোহিত। কয়েক মাস পর এক দিনের ক্রিকেটের অধিনায়কত্বও হাতছাড়া হয় তাঁর। ফলে নতুন বছরে রোহিতের সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ।

এখন কোহলির মতো রোহিতও কার্যত একটি মাত্র ফরম্যাটেই খেলছেন। তাই প্রশ্ন উঠছে, নতুন বছরে তাঁকে কতবার মাঠে দেখা যাবে?

নতুন বছর শুরু করছেন বিরাট কোহলি—বিজয় হজারে ট্রফির একটি ম্যাচ দিয়ে। তবে রোহিত আপাতত ঘরোয়া ক্রিকেটে ফিরতে রাজি নন বলেই জানা গিয়েছে। তিনি সরাসরি নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে নামবেন।

এর পর থেকেই আইপিএলের প্রস্তুতি শুরু করতে পারেন ভারতীয় ওপেনার। যদিও রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্ব শুরু হলে সেখানে তিনি খেলবেন কি না, তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটমহলে। মার্চ থেকে মে—এই সময়টা রোহিতের ব্যস্ততা থাকবে আইপিএল নিয়ে।

জুন মাসে ভারতে আসবে আফগানিস্তান। তিন ম্যাচের এক দিনের সিরিজে রোহিতকে দেখা যাবে বলে জানা গিয়েছে। পরের মাসে, অর্থাৎ জুলাইয়ে ইংল্যান্ড সফরে গিয়ে তিনটি এক দিনের ম্যাচ খেলবেন তিনি।

বছরের শেষ দু’মাসে আবার দেশের মাটিতেই খেলবেন রোহিত। অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ রয়েছে ভারতের। নতুন বছরে এই সূচির মধ্য দিয়েই রোহিত শর্মার ক্রিকেটযাত্রা কতটা দীর্ঘ হয়, সেদিকেই নজর থাকবে সমর্থকদের।

Entertainment