স্পোর্টস ডেস্ক: ভারত-নিউজিল্যান্ড (Ind vs NZ) মুম্বই টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজ হল সময়ের আগেই। যা এককথায় বিরল ঘটনা। মধ্যাহ্নভোজ হওয়ার কথা ছিল সাড়ে ১১টায়। নিয়ম অনুযায়ী যদি ১ মিনিটও বাকি থাকে তাহলেও ওভার শুরু করার কথা। কিন্তু শনিবার চার মিনিট বাকি থাকতেও আম্পায়ারেরা মধ্যাহ্নভোজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।
কী কারণে সময়ের আগে মধ্যাহ্নভোজ হল?
জানা গিয়েছে, স্পাই ক্যামেরার সমস্যার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। স্পাই ক্যামেরার সমস্যা না মিটলে খেলা শুরু করা সম্ভব হত না। সেটা বুঝেই নির্ধারিত সময়ের আগে মধ্যাহ্নভোজের সিদ্ধান্ত নেন আম্পায়ারেরা। খেলা শুরুও করেন নির্ধারিত সময়ের চার মিনিট আগে।