Thursday, March 13, 2025
spot_img
23.6 C
West Bengal

Latest Update

India vs England

India vs England | ৪ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় ভারতের

Follow us on :

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে একদিনের সিরিজ (India vs England) জিতে নিল ভারত। চার মেরে জেতালেন জাডেজা। ইংল্যান্ডের ৩০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৪.৩ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩০৮ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৩৩ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। সেই সুবাদে এক ম্যাচ বাকি থাকতেই ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে ভারতীয় দল। অক্ষর প্যাটেল ৪৩ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার মারেন। ৭ বলে ১১ রান করে নট-আউট থাকেন রবীন্দ্র জাদেজা। তিনি ২টি চার মারেন।

আর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ৩০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা। তিনি ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকান মাত্র ৭৬ বলে। সাহায্য নেন ৯টি চার ও ৭টি ছক্কার। শেষমেশ ১২টি ছয় ও ৭টি ছক্কার সাহায্যে ৯০ বলে ১১৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন রোহিত। কিন্তু কটকে আর মাত্র ১৩ রান করলেই রোহিত শর্মা ১১ হাজার ওয়ান ডে রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলতেন। মাইলফলক ছুঁতে রোহিতের দরকার ছিল ১৩২ রান। সেক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করতেন ভারত অধিনায়ক।

তবে ফের ব্যর্থ বিরাট কোহলি। আদিল রশিদের বলে ৫ রান করে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়ন ফিরলেন। স্টাম্পিংয়ের আবেদন করেছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। কিন্তু ডি আর এসে দেখা যায় ব্যাটের কানায় লেগে গিয়েছে বল।

 

Entertainment