Thursday, September 25, 2025
spot_img
33.3 C
West Bengal

Latest Update

India vs England | ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে, সিরিজ ড্র ভারতের

Follow us on :

স্পোর্টস ডেস্ক: শেষ দিন ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান। আর ভারতের ৪ উইকেট। দুই সম্ভাবনাই ছিল। ইংল্যান্ডের মুখের গ্রাস কেড়ে নিলেন মহম্মদ সিরাজ। ওভালে ইংল্য়ান্ডকে ৬ রানে হারিয়ে সিরিজ ড্র ভারতের। সিরিজ ২-২।

কার্যত শেষ দিন ৩ উইকেট নিয়ে সিরাজ রুদ্ধশ্বাস জয় এনেদিলেন ভারতকে। চাপে থাকা দলকে জেতানোর লক্ষ্য নিয়েই সোমবার মাঠে নেমেছিলেন সিরাজ। খেলার শেষ হওয়ার পর দীনেশ কার্তিককে বলেছেন, ‘‘খুব সাধারণ পরিকল্পনা ছিল। আলাদা কিছু ভাবিনি। লক্ষ্য ছিল শুধু সঠিক জায়গায় বল রাখার। তাতে আউট হলে হবে। ছয় হলে হবে। ঠিক জায়গায় বল রেখেই সাফল্য এসেছে।’’

কথা বলার সময়ও হাঁপাচ্ছিলেন সিরাজ। আনন্দে ঠিক করে কথা বলতে পারছিলেন না। গলা ধরে যাচ্ছিল। তবু হায়দরাবাদের জোরে বোলার যেন ফুটছিলেন। রবিবার হ্যারি ব্রুকের ক্যাচ ধরেও বাউন্ডারির দড়িতে পা দিয়ে ফেলেছিলেন। গোটা দেশে সমালোচিত হয়েছিলেন। সিরাজের ধরা ক্যাচে ব্রুক আউট হয়ে গেলে, টেস্টটা চার দিনেই শেষ হয়ে যেতে পারত। সোমবার ৫৭ মিনিটের জন্য মাঠে নামতে হত না দু’দলকে।

Entertainment