Monday, June 30, 2025
spot_img
29 C
West Bengal

Latest Update

India-US trade agreement

India-US trade agreement | ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত, শুল্কে কত ছাড় পাবে ভারত?

Follow us on :

ওয়েব ডেস্ক: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি (India-US trade agreement) প্রায় চূড়ান্ত, শুল্কে কত ছাড় (Tariff Relief) পাবে ভারত? এই মুহূর্তে ওয়াশিংটন থেকে সব থেকে বড় খবর এটাই যে, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত। চুক্তিতে ভারত পেতে পারে ট্রাম্প (Donald Trump) ঘোষিত অতিরিক্ত শুল্কে ছাড়। সূত্রের খবর, চুক্তির শর্তাবলী নিয়ে দুপক্ষই একমত পোষণ করেছে। বাণিজ্য চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে এই সময় রয়েছেন ভারতীয় প্রতিনিধি দল। দলের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য বিভাগের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল।

এর পরেই খবর, আগামী ৮ জুলাই ভারত ও আমেরিকা বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা প্রবল। তার পরের দিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্কছাড়ের মেয়াদ শেষ হচ্ছে।

২৬ শতাংশ শুল্ক পুরোপুরি প্রত্যাহার করে নিক আমেরিকা, এমনটাই চেয়েছিল ভারত। দুপক্ষই বেশ কিছু পণ্য কর কমাতে প্রস্তাব দিয়েছে। কাপড়, চিংড়ি, দামি পাথর, চামড়া সহ ভারতীয় রফতানিতে শুল্ক ছাড়। বদলে মার্কিন বৈদ্যুতিন গাড়ি, মদ, খামারজাত পণ্য ভারতে ঢুকবে বিনা শুল্কে।

গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে ‘বিগ বিউটিফুল ইভেন্ট’ নামে একটি অনুষ্ঠানে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে এক ভাষণে ট্রাম্প বলেন, আমাদের সঙ্গে সকলেই চুক্তি করতে চায়।  কয়েকমাস আগেই সংবাদমাধ্যমে কথা হচ্ছিল, আদৌ কি কোনও দেশ বাণিজ্য চুক্তি করতে আগ্রহী? তাদের মনে করিয়ে দিতে চাই, গতকালই আমরা চিনের সঙ্গে চুক্তি সই করেছি। আরও একটা বড়সড় একটা চুক্তি করতে চলেছি, সম্ভবত ভারতের সঙ্গে। সেটা একটা বড়মাপের চুক্তি হবে।

উল্লেখ্য, আমেরিকায় গদিতে বসার পরেই দেশগুলির উপর শুল্ক চাপাতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১০ শতাংশ বাধ্যতামূলক শুল্ক ছাড়াও ভারতীয় পণ্যে আরও ২৬ শতাংশ কর চাপিয়েছিলেন ট্রাম্প, তবে সেটি কার্যকরের দিন তিনি নিজেই পিছিয়ে দেন। ৯ জুলাই পর্যন্ত এই সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা করে ট্রাম্প প্রশাসন। এই পরে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় চালাতে থাকে ভারত ও ওয়াশিংটন।

Entertainment