স্পোর্টস ডেস্ক: ছ’মাসের বেশি সময় পর লাল বলের ক্রিকেটে ফিরতে চলেছে ভারতীয় দল। তার উপর পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে জেতা নাজমুল হোসেন শান্তর দল আত্মবিশ্বাসী। তাই বাংলাদেশের বিরুদ্ধে সিরিজকে (India vs Bangladesh) বাড়তি গুরুত্ব দিচ্ছেন কোচ গৌতম গম্ভীর। প্রস্তুতিতে ফাঁক রাখতে চাইছেন না। শুক্রবার ভারতীয় দলের অনুশীলন ছিল ‘ক্লোজড ডোর’।
জানা গিয়েছে, শুক্রবার সকালে চেন্নাই পৌঁছে গিয়েছেন ভারতীয় দলের নতুন বোলিং কোচ মর্নি মর্কেল। এ দিন ভোর ৪টের সময় লন্ডন থেকে সরাসরি চেন্নাই পৌঁছান কোহলি। সূত্রের খবর, প্রথম দিন নেটে ৪৫ মিনিট অনুশীলন করেছেন কোহলি। প্রায় ন’মাস পর টেস্ট ক্রিকেটে ফিরবেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।