Thursday, March 13, 2025
spot_img
20.3 C
West Bengal

Latest Update

India vs Pakistan

India vs Pakistan | টসে জিতে ব্যাট পাকিস্তানের, রোহিত বললেন কোনও ব্যাপার নয়

Follow us on :

স্পোর্টস ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে (India vs Pakistan) টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল মহম্মদ রিজওয়ান। রবি শাস্ত্রী যখন টসের পর রোহিতকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন, তখন তিনি বলেন – কোনও ব্যাপার নয়। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতের আনচেঞ্চড স্কোয়াড। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে যে টিম নিয়ে নেমেছিল ভারত, সেই টিমই খেলবে পাকিস্তানের বিরুদ্ধে।

উল্লেখ্য, প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানোর পর আত্মবিশ্বাসী হয়ে পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। অন্য দিকে, ভারতকে হারাতে না পারলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কার্যত বিদায় নেবে পাকিস্তান। আর ভারত জিতলে কার্যত সেমিফাইনাল বলেই ধরে নেওয়া যেতে পারে।

Entertainment