Thursday, March 13, 2025
spot_img
20.3 C
West Bengal

Latest Update

Paris Olympics 2024

ভারতের অলিম্পিক্সের দলে কারা রয়েছেন? দেখে নিন

রোয়িংয়ে ভারতের একমাত্র প্রতিনিধি বলরাজ পানওয়ার

Follow us on :

স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) ৫০ শতাংশ খেলায় দেখা যাবে ভারতীয়দের। দেখে নেওয়া যাক, কোন খেলায় কত জন দেশের প্রতিনিধিত্ব করবেন প্যারিসে।

তিন জন পুরুষ এবং তিন জন মহিলা মিলিয়ে মোট ছয় জন তিরন্দাজ যাচ্ছেন প্যারিসে। বিভিন্ন ইভেন্ট মিলিয়ে এ বারের অলিম্পিক্সে ২৯ জন অ্যাথলিটকে পাঠিয়েছে ভারত। ১৬টি ইভেন্টে দেখা যাবে ভারতীয়দের। টোকিয়োর পর এ বারও পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জয়ের অন্যতম দাবিদার নীরজ চোপড়া। ভারতের সাত জন ব্যাডমিন্টন খেলোয়াড়কে প্যারিসে পদকের লড়াইয়ে দেখা যাবে। আছেন দু’টি অলিম্পিক্সে পদকজয়ী পিভি সিন্ধুও। যদিও এ বার পদক জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি পুরুষদের ডাবলসে। বিশ্বের অন্যতম সেরা চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি জুটি।

চার জন মহিলা এবং দু’জন পুরুষ বক্সার ভারতের প্রতিনিধিত্ব করবেন প্যারিস অলিম্পিক্সে। গত অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারতীয় হকি দল। এ বারও পদকের অন্যতম দাবিদার ভারতীয় দল। বিশ্ব ক্রমতালিকায় ছ’নম্বরে রয়েছেন হরমনপ্রীত সিংহেরা। প্যারিস অলিম্পিক্সে ভারতের চার জন গল্‌ফ খেলোয়াড়কে দেখা যাবে। দু’জন পুরুষ এবং দু’জন মহিলা।

আর অলিম্পিক্সে জুডোয় ভারতের একমাত্র প্রতিনিধি তুলিকা মান। রোয়িংয়ে ভারতের একমাত্র প্রতিনিধি বলরাজ পানওয়ার। প্যারিসের শুটিং রেঞ্জের দিকে তাকিয়ে থাকবেন ভারতের ক্রীড়াপ্রেমীরা। ২১ জনের শক্তিশালী দল ভারতের। এত বড় এবং শক্তিশালী শুটিং দল এর আগে কোনও অলিম্পিক্সে পাঠাতে পারেনি ভারত। এমনকী ভারতের অন্যতম দুই সেরা সাঁতারুকে দেখা যাবে অলিম্পিক্সে। শ্রীহরি নটরাজকে দেখা যাবে পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে। মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইলে প্রতিনিধিত্ব করবেন ধিনীধি দেসিঙ্ঘু।

ছ’জনের দল টেবিল টেনিসে। পুরুষ এবং মহিলাদের সিঙ্গলস এবং দলগত ইভেন্টে নামবেন ভারতীয়েরা। টেনিসের মহিলাদের ইভেন্টে এ বার ভারতের প্রতিনিধি নেই। পুরুষদের সিঙ্গলসে দেখা যাবে সুমিত নাগালকে। ডাবলসে রোহন বোপান্না এবং শ্রীরাম বালাজির জুটি। ভারোত্তোলনে এ বার ভারতের একমাত্র প্রতিনিধি সাইখম মীরাবাই চানু। আর প্যারিসে ছ’জন কুস্তিগির প্রতিনিধিত্ব করবেন ভারতের। তাঁদের পাঁচ জনই মহিলা। পুরুষদের ৫৭ কেজি বিভাগে ভারতের প্রতিনিধি আমন সেহরাওয়াত।

Entertainment