Friday, July 11, 2025
spot_img
29.4 C
West Bengal

Latest Update

Indian Super League

Indian Super League | এ বছর হচ্ছে না আইএসএল! কারণ কী?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League) আনুষ্ঠানিকভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখল আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল (FSDL)। কার্যত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) কোর্টে বল ঠেলে দিয়েছে তারা। এফএসডিএল-এর সঙ্গে এআইএফএফ-এর মাস্টার্স রাইট চুক্তি শেষ হচ্ছে এ বছরের ডিসেম্বর মাসে। সেই চুক্তি নবীকরণ হয়নি ফলে বিবৃতি দিয়ে আইএসএল স্থগিত রাখল এফএসডিএল।

আয়োজক সংস্থার দাবি, চুক্তি নবীকরণ নিয়ে ফেডারেশনের সঙ্গে একাধিকবার আলোচনা করে সমাধানে আসার চেষ্টা করেছে তারা। কিন্তু ফেডারেশনের তরফে নিশ্চয়তা পাওয়া যায়নি। ফলে দেশের এক নম্বর ফুটবল টুর্নামেন্ট স্থগিত রাখতে বাধ্য হয়েছে তারা। এই মর্মে আইএসএল-এর সমস্ত ক্লাবকেও জানিয়ে দিয়েছে এফএসডিএল। তাদের বলা হয়েছে, আইএসএল হওয়ার কথা ভেবে কোনও পদক্ষেপ তারা যেন না নেয়।

ডিসেম্বরের ৮ তারিখ পর্যন্ত বর্তমান চুক্তি রয়েছে। কিন্তু আইএসএল মরসুম চলার কথা পরের বছরের এপ্রিল মাস পর্যন্ত। সে কারণেই টুর্নামেন্ট আয়োজনে অক্ষমতার কথা জানিয়ে দিয়েছে আয়োজক সংস্থা। এদিকে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ রয়েছে, এফএসডিএল-এর সঙ্গে চুক্তি নবীকরণ নিয়ে কোনও আলোচনা করতে পারবে না কল্যাণ চৌবের (Kalyan Chaubey) নেতৃত্বাধীন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সবমিলিয়ে জটিলতা তুঙ্গে।

Entertainment