Thursday, January 22, 2026
spot_img
14.4 C
West Bengal

Latest Update

India First Bullet Train

India First Bullet Train | দেশে প্রথম বুলেট ট্রেন কবে চলবে? তারিখ জানিয়ে দিল কেন্দ্র

Follow us on :

ওয়েব ডেস্ক: ভারতের প্রথম বুলেট ট্রেন (India First Bullet Train) চালু হওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই একাধিকবার দিনক্ষণ পিছিয়েছে রেলমন্ত্রক। প্রতিবার সম্ভাব্য সময়সীমা জানানো হলেও নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। তবে নতুন বছরের প্রথম দিনেই দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্প নিয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কবে থেকে মুম্বই–আহমেদাবাদ হাইস্পিড রেল করিডরে বুলেট ট্রেন চলতে শুরু করবে।

এদিন কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেন, “২০২৭ সালের মধ্যেই বুলেট ট্রেনের নির্মাণকাজ সম্পূর্ণ হয়ে যাবে। একই বছরের ১৫ অগস্ট থেকে ট্রেন চলাচল শুরু হবে।” তাঁর কথায়, ধাপে ধাপে এই পরিষেবা চালু করা হবে। প্রথমে সুরাট থেকে বিলিমোরা, তারপর ভাপী থেকে সুরাট, তার পর ভাপী থেকে আহমেদাবাদ এবং শেষ পর্যন্ত মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত বুলেট ট্রেন চালানো হবে।

রেলমন্ত্রী আরও জানান, ২০২৭ সালে বুলেট ট্রেন ও হাইস্পিড রেল করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে ভাপী থেকে সুরাট পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার পথে এই ট্রেন ছুটবে। এর আগে এই অংশে প্রথমে ৫০ কিলোমিটার ট্রেন চালানোর কথা বলা হলেও, পরে সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুম্বই ও আহমেদাবাদের মধ্যে মোট দূরত্ব প্রায় ৫৪০ কিলোমিটার। অশ্বিনী বৈষ্ণবের দাবি, হাইস্পিড রেল করিডোর চালু হলে মাত্র ১ ঘণ্টা ৫৮ মিনিটেই এই দুই শহরের মধ্যে যাতায়াত সম্ভব হবে। ওই সময়ে ট্রেনটির চারটি স্টপেজ থাকবে। তবে যদি সব মিলিয়ে ১২টি স্টপেজে ট্রেন দাঁড়াতে হয়, সেক্ষেত্রে সময় লাগবে প্রায় ২ ঘণ্টা ১৭ মিনিট।

উল্লেখ্য, ২০০৯-১০ অর্থবর্ষের রেল বাজেটেই প্রথম মুম্বই–আহমেদাবাদ হাইস্পিড রেল করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে প্রকল্পটি বাস্তবায়িত হতে দীর্ঘ সময় লেগেছে। বর্তমানে নির্মাণকাজ এখনও চলছে এবং কেন্দ্রীয় সরকারের দাবি, আগামী বছরের মধ্যেই তা শেষ হয়ে যাবে। গত বছরের নভেম্বর মাসে সুরাটে এই প্রকল্পের নির্মীয়মান অংশ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় প্রকল্পটির অগ্রগতি ও এতে যুক্ত কর্মীদের কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি।

Entertainment