কলকাতা: দানা নিয়ে চিন্চার ভাঁজ ছিল বঙ্গবাসীর। এমনকী কালীপুজোয় কি দানা এফেক্ট থাকবে সেই নিয়েও আলোচনা হয়েছে বিস্তর। কিন্তু স্বস্তির খবর, বাংলায় সেভাবে কোনও আফটার এফেক্ট ফেলতে পারেনি ঘূর্ণিঝড় দানা। তাহলে কেমন থাকবে কালীপুজোর আবহাওয়া?
হাওয়া অফিস সূত্রে খবর, কালীপুজো ও দীপাবলির সময় হালকা হিমেল হাওয়া বইবার সম্ভবনা। বেশ মনোরম পরিবেশে কালীপুজো ও দীপাবলি উদযাপনের সম্ভবনা রয়েছে। জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টির সম্ভবনা। ক্রমশ শুষ্ক হতে পারে আবহাওয়া। মরসুমের প্রথম শুষ্ক হিমেল পরশ থাকতে পারে। তবে শীত পড়তে পারে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ।