কলকাতা: তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। আর এই গরমেই কি না কার্যত ইডেনে লু বইয়ে দিলেন ফিলিপ সল্ট (Philip Salt), সুনীল নারিন (Sunil Narine), আন্দ্রে রাসেলরা (Andre Russell)। ফিলিপ সল্ট ৩৭ বলে করলেন ৭৫ রান। চার এবং ছয় ৬টি করেই মারলেন। আর স্ট্রাইক রেট ২০২.৭। অন্যদিকে সুনীল নারিন করলেন ৩২ বলে ৭১ রান। চারের সংখ্যা ৯টি এবং ছয়ের সংখ্যা ৪টি। স্ট্রাইক রেট ২২১.৮৮। নারিন আবার আজকের ইনিংসের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে ২ নম্বরে উঠে এলেন। সামনে বিরাট কোহলি (Virat Kohli)।
আর সল্ট, নারিন আউট হওয়ার পর কলকাতার ইনিংস এগিয়ে নিয়ে গেলেন আন্দ্রে রাসেল (২৪ রান), ভেঙ্কটেশ আইয়ার (৩৯ রান) এবং অধিনায়ক শ্রেয়স আইয়ার (২৮ রান)। ২০ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) রান ২৬১। পাঞ্জাবকে জিততে করতে হবে ২৬২ রান। এই ম্যাচ স্যাম কারানরা হেরে গেল প্লে অফের যাওয়ার দৌড় পুরোপুরি মুখ থুবড়ে পড়বে। আর কলকাতা (KKR) জিতলে প্লে অফের আরও কাছে পৌঁছে যাবে।