ওয়েব ডেস্ক: শুক্রবার সকালে রোদের (Sunny Weather) দেখা মিললেও বেলা বাড়তেই মুড বদলালো আবহাওয়ার। ঝেঁপে বৃষ্টি (Rain Update) নামল কলকাতার আকাশে (Kolkata Weather)। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে (Mild to Moderate Rain) ভিজল শহর কলকাতা। যদিও ভ্যাপসা গরমও অব্যাহত। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সৃষ্ট হওয়া নিম্নচাপ দক্ষিণ ঝাড়খণ্ড (Jharkhand) এবং তার সংলগ্ন অঞ্চলের দিকে সরেছে। যার ফলে ভারী বৃষ্টির দাপট আপাতত নেই বললেই চলে। তবে গোটা সপ্তাহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি হালকা থেকে মাঝারি বৃষ্টিতে (Mild to Moderate Rain) ভিজবে। তাই ভ্যাপসা গরম থেকে একটু স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গবাসীর। তবে শুক্রবার মালদহ ও দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় রয়েছে দুই বর্ধমান (Burdwan), পশ্চিম মেদিনীপুর (Midnapur), বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia), মুর্শিদাবাদ(Murshidabad)। বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে এই জেলাগুলি। শহর কলকাতার ক্ষেত্রেও এক দুই পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সোমবার থেকে ফের ভারী বৃষ্টির (Heavy Rain From Monday) দাপট বাড়বে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে ধীরে ধীরে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে। শুক্রবার মালদহ (Malda) ও দুই দিনাজপুরে বেশ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের উপরের জেলাগুলি যেমন দার্জিলিং (Darjeeling) ও কালিংপঙ্গে এই জেলাগুলিতে রোদ ঝলমলে আকাশের দেখা মিলতে পারে। তবে রবিবার থেকে ফের উপরের জেলা গুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বর্ষার বৃষ্টি জারি থাকবে।