Thursday, January 22, 2026
spot_img
26.6 C
West Bengal

Latest Update

Kaliganj Assembly Bypoll

Kaliganj Assembly Bypoll | প্রাথমিক গণনায় এগিয়ে তৃণমূল প্রার্থী, দ্বিতীয় বিজেপি, তৃতীয় কোন দল?

Follow us on :

ওয়েব ডেস্ক: সকাল ৮টায় ভোটগণনা শুরু হল কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে (Kaliganj Assembly Bypoll)। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে। গণনাকেন্দ্রে আঁটসাঁট নিরাপত্তা বন্দোবস্ত রাখা হয়েছে। প্রাথমিক গণনায় এগিয়ে তৃণমূল। দ্বিতীয় স্থানে বিজেপি। প্রথম রাউন্ডের গণনা শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তিনি পেয়েছেন ৪৫৪৫টি ভোট। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ পেয়েছেন ১৮৩০টি ভোট। আর তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী আশিস ঘোষ পেয়েছেন ১১১২টি ভোট। নোটার ঝুলিতে গিয়েছে ১০৫টি ভোট।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণনাকেন্দ্রের দু’টি ঘরে ১৬টি টেবিলে চলবে সমগ্র গণনা প্রক্রিয়া। তবে রাউন্ডের সংখ্যা কিছুটা বাড়ায়, দুপুরের মধ্যেই ফলাফল স্পষ্ট হয়ে যাবে বলে আশাবাদী কমিশন।কমিশন জানিয়েছে, মোবাইল বা ক্যামেরা নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। শুধুমাত্র সাদা কাগজ এবং কলম নিয়ে প্রবেশের অনুমতি মিলবে। সাংবাদিকদের জন্য তথ্য ও সংস্কৃতি দফতরের তত্ত্বাবধানে নির্দিষ্ট পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ছবি তোলার অনুমতি থাকবে। গণনা শুরু হয়েছে পোস্টাল ব্যালট দিয়ে, তার পর একে একে খোলা হবে ইভিএম।

Entertainment