Friday, March 14, 2025
spot_img
34.4 C
West Bengal

Latest Update

WB By Election

WB By Election | হাড়োয়ায় তৃণমূল এজেন্টের সঙ্গে বচসা বিজেপি প্রার্থীর

Follow us on :

ওয়েব ডেস্ক: বাংলার ছয় বিধানসভা আসনে উপনির্বাচন (WB By Election) বুধবার। অশান্তি এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বুথ এবং স্ট্রংরুমের বাইরে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। কোন বিধানসভা কেন্দ্রে কত বাহিনী থাকবে, তা-ও জানিয়ে দিয়েছে কমিশন। আগামী ২৩ নভেম্বর এই ছয় আসনের ভোটগণনা।

ভোট শুরু হতেই উত্তেজনা ছড়াল হাড়োয়ার সদরপুর ২০০ নম্বর বুথে। বুধের মধ্যেই বিজেপি প্রার্থী বিমল দাসের সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূলের বুথ এজেন্ট। বিমলের দাবি, দরজার পাশের ইভিএম মেশিন ঘুরিয়ে দিতে হবে। আপত্তি জানান ওই বুথের তৃণমূলের এজেন্ট। তখনই দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। শুধু বুথের ভেতরে নয়, বাইরেও উত্তেজনা ছড়ায়। দু’দলের কর্মী-সমর্থকেরা জড়ো হয় বুথের বাইরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। জটলা সরিয়ে দেয় তারা।

Entertainment