Friday, March 14, 2025
spot_img
22.2 C
West Bengal

Latest Update

Narendra Modi

পরের জন্ম যেন বাংলাতেই হয়, বললেন নরেন্দ্র মোদি

মালদার মানুষের কাছে চাইলেন বিজেপিকে জয় এনে দেওয়ার প্রতিশ্রুতি

Follow us on :

মালদা: দ্বিতীয় দফা লোকসভা ভোট চলছে। এরই মধ্যে মালদা উত্তরের বিজেপি (BJP) প্রার্থীর খগেন মুর্মু, মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে সমাবেশ করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। মালদার মানুষের কাছে চাইলেন বিজেপিকে জয় এনে দেওয়ার প্রতিশ্রুতি। তারপর একে একে তাঁক নিশানায় উঠে এল তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস।

এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘একটা সময় ছিল যখন বাংলা গোটা দেশকে নেতৃত্ব দিত। সামাজিক সংস্কার থেকে বিজ্ঞান-সবকিছুতেই নেতৃত্ব দিত বাংলা। দেশের জন্য বলিদানে, জীবনের সবক্ষেত্রেই নেতৃত্ব দিত বাংলা’। আবেগ আপ্লুত হয়ে প্রধানমন্ত্রী বললেন, ‘পরের জন্ম যেন বাংলাতেই হয়। বাংলার মানুষের তপস্যা বিফলে যাবে না। কথা দিচ্ছি উন্নয়ন করে এই ভালবাসা ফিরিয়ে দেব’।

Entertainment