ওয়েব ডেস্ক : ১৯৮০ সালের ২৪ জুলাই। ভারতীয় চলচ্চিত্র হারিয়েছে তাঁর মহানায়ককে। তার পর কেটে গিয়েছে ৪৫ বছর। কিন্তু বাঙালি ভোলেননি তাদের মহানায়কের কথা। তাই মহানায়ক উত্তম কুমার (Uttam Kumar)-এর স্মৃতিতে ২০১৩ সাল থেকে প্রত্যেক বছর আয়োজিত হয়ে আসছে ‘মহানায়ক সম্মান’ (Mahanayak Samman)। এই দিনে শিল্পীদের হাতে মহানায়কের সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। ২০২৫ সালেও বেশ কিছু শিল্পীদের হাতে এই সম্মান তুলে দিলেন তিনি।
চলতি বছর অভিনেতা ও সঙ্গীত শিল্পীর পাশাপাশি এই সম্মান তুলে দেওয়া হয়েছে রুপটান শিল্পীর হাতেও। চলতি বছর মহানায়ক সম্মান (Mahanayak Samman) কারা পেয়েছেন? দেখে নেওয়া যাক একনজরে –
মহানায়ক শ্রেষ্ঠ সম্মান পেয়েছেন পরিচালক এবং অভিনেতা গৌতম ঘোষ। একাধিক অসামান্য তথ্যচিত্র নির্মাণ করেছেন তিনি। গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি, মনের মানুষ, পার, অন্তর্জলী যাত্রা এবং আরও অসংখ্য ছবি আজীবন দর্শকদের মনে জায়গা করে রাখবে। বর্ষীয়ান এই পরিচালক, অভিনেতা এবং থিয়েটার আর্টিস্ট এবার পেয়েছেন মহানায়ক শ্রেষ্ঠ সম্মান ২০২৫ পুরস্কার।
সিনেমার ক্ষেত্রে মেকআপ আর্টিস্ট একজন গুরুত্বপূর্ণ মানুষ। এই ক্ষেত্রে মহানায়ক সম্মান ২০২৫ পুরস্কার পেয়েছেন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। বহু বাংলা সিনেমায় দক্ষ ভাবে প্রস্থেটিক মেকআপ করেছেন তিনি। অপরাজিত ছবির জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
প্রোডাকশন ডিজাইনার আনন্দ আঢ্যও পেয়েছেন মহানায়ক সম্মান। ইনিও অপরাজিত ছবির জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অটোগ্রাফ, ২২শে শ্রাবণ, তিন কাহন, ডবল ফেলুদা, হেমলক সোসাইটির মতো ছবির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কাজ করেছেন বহু হিন্দি ছবিতেও।
গার্গী রায়চৌধুরী টেলিভিশন এবং টলিউডের পরিচিত মুখ। একাধিক ধারাবাহিকে কাজ করেছেন গার্গী। বহু বাংলা ছবিতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। মহানায়ক সম্মান ২০২৫ পুরস্কার পেয়েছেন গার্গী রায়চৌধুরীও। তাঁর প্রথম ছবি ‘শুধু তুমি’। এছাড়াও ইতি মৃণালিনী, খাদ, হামি ও আরও অনেক ছবিতে দেখা গিয়েছে তাঁর অসাধারণ অভিনয়।
মহানায়ক সম্মান ২০২৫ পুরস্কার পেয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী। প্রাক্তন ছবির তুমি যাকে ভালবাস গানের নেপথ্য কণ্ঠ শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন ইমন। রবীন্দ্রনাথের গান থেকে আধুনিক সঙ্গীত, কিংবা ধ্রূপদী সঙ্গীত থেকে লোকসঙ্গীত- সবেতেই পারদর্শী তিনি।
রূপঙ্কর বাগচি (গায়ক ও সঙ্গীত নির্দেশক) – চলো লেটস গো, ২২শে শ্রাবণ, উমা, হেমলক সোসাইটি-সহ একাধিক বাংলা ছবিতে তাঁর গান জনপ্রিয়। জাতিস্বর ছবির ‘এ তুমি কেমন তুমি’ গানের নেপথ্য কণ্ঠ শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন রূপঙ্কর। এবার পেলেন মহানায়ক সম্মান ২০২৫ পুরস্কার।
অন্যদিকে বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর অত্যাচারের একাধিক ঘটনা ঘটে চলেছে। বাংলা বললেই হেনস্থার শিকার হচ্ছেন তারা। বাংলাদেশি বলেও দাগিয়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে ২১-এর জুলাইয়ের সভা থেকে সুর চড়িয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে বলে জানিয়েছিলেন তিনি। তার পর এবার মহানায়ক সম্মানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর মুখে উঠে এল একই কথা।
মমতা বলেন, অন্য রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই অত্যাচারের শিকার হচ্ছেন বাঙালিরা। এটা একদম মানা যায়না বলে জানিয়েছেন তিনি। এর বিরুদ্ধে বাঙালিদের জেগে উঠতে হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি বাংলা সিনেমাকে অবহেলা না করা এবং এই ভাষাকে সম্মান করার কথাও জানিয়েছেন তিনি।