কলকাতা: পহেলগাঁওতে জঙ্গি হামলার জেরে প্রাণ হারিয়েছেন ২৬ জন। তাঁদের মধ্যে বেশিরভাগই ছিল পর্যটক। এই তালিকায় ছিলেন বাংলার তিনজন। আর এবার পহেলগাঁওতে নিহত পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে ফোনে একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান, তিন নিহতের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। নিহতের মধ্যে যাঁদের বাবা, মা জীবিত রয়েছেন, তাঁদের ক্ষেত্রে আর্থিক সাহায্য ২ ভাগে ভাগ করে দেওয়া হবে বল জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘এক্ষেত্রে বাবা-মা এবং স্ত্রীকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে।’
অন্যদিকে, বিতান অধিকারীর বাবা-মায়ের চিকিৎসার জন্য স্থানীয় কাউন্সিলারকে স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিতানের বাবার জন্য ১০ হাজার টাকা পেনশনের ব্যবস্থাও করে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি, কাশ্মীরে নিহত সেনা জওয়ান ঝন্টু শেখের (Jhantu Sheikh) স্ত্রীকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।