কলকাতা: আলুর (Potato) বাজারে ধর্মঘট হওয়ায় মাথায় হাত মধ্যবিত্তের। মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আলুর আকাল দেখা গিয়েছে। চেষ্টা করেও আলু পাচ্ছেন না ক্রেতারা। কোনও কোনও দোকানে আলু মিলছে বটে, কিন্তু তার মান খারাপ বলে অভিযোগ। অনেকে বলছেন, আলুর জোগান কমে যাওয়া এবং চাহিদা বেড়ে যাওয়ায় যে সঙ্কটের পরিস্থিতি বাজারে তৈরি হয়েছে, তাকে কাজে লাগাচ্ছেন অনেক ব্যবসায়ী। অনেক দিনের পুরনো খারাপ আলুই তাঁরা বেশি দামে বিক্রি করছেন।
সুরাহা কবে? সেই আশায় সাধারণ মানুষ। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ‘আলু নিয়ে যেন কোনও ‘ক্রাইসিস’ না হয়। মানুষ যেন বাজারে গিয়ে বিপদে না পড়েন। সেটা লক্ষ্য রাখতে হবে।’ আজ মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মু্খ্যমন্ত্রীর নির্দেশে যখন আলুর দাম কমাতে তত্পর রাজ্য সরকার, তখন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে আলু ব্যবসায়ী সমিতি। তাঁদের অভিযোগ, কোনও লিখিত নির্দেশ মেলেনি। কিন্তু বাজারে জোগান বাড়িয়ে দাম কমাতে, ভিনরাজ্যে আলু পাঠাতে বাধা দেওয়া হচ্ছে।